চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ কয়েকটি রোডে নির্ধারিত ভাড়ার চাইতে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ভাড়া বেশি আদায় করা হচ্ছে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন রোডে চলাচল করার ফলে বেশ কিছুদিন যাবত দেখতেছি ২নং গেইট থেকে চকবাজার রোডে চলাচলের একমাত্র গণপরিবহণ তিন চাকার থ্রী-হুইলার করোনার সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করতেছে। করোনার আগে ভাড়া ছিল ৫ টাকা, এখন ১০ টাকা আদায় করতেছে। নতুনব্রীজ-জমিয়তুল ফালাহ রোডে তিন চাকার থ্রী-হুইলারগুলো সরকার নির্ধারিত ভাড়ার চাইতে দ্বিগুণ পর্যন্ত আদায় করতেছে। মুরাদপুর-কোতোয়ালি রোডেও নির্ধারিত ভাড়ার দ্বিগুণ ভাড়া আদায় করতেছে। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের দৈনন্দিন ব্যয় ভেড়ে গেছে। দীর্ঘদিন যাবত ভাড়া নৈরাজ্য চললেও কর্তৃপক্ষের কোনো অভিযান পরিচালনা বা সমাধান দেখতেছিনা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সংশ্লিষ্ট রোডের ভাড়া নৈরাজ্য বন্ধের ব্যবস্থা করা হউক এবং সাধারণ যাত্রী অধিকার রক্ষা করা হউক।
তারেক নিজাম, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।