ইসরায়েলের পাল্টা হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত

আজাদী অনলাইন | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ৮:০৪ অপরাহ্ণ

হামাসের রকেট হামলার জবাব দিতে গাজায় ইসরায়েলের আকাশ হামলায় অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আজ শনিবার (৭ অক্টোবর) ভোরে নজিরবিহীন এক হামলায় ঘুম ভাঙে ইসরায়েলিদের। তারপর থেকে আতঙ্ক আর অবিশ্বাসের মধ্যে দিন কাটাচ্ছেন দেশটির প্রতিটি মানুষ। গাজা থেকে হামাসের মুহুর্মুহু রকেট হামলায় সেখানে অন্তত ৭০ জন নিহত এবং ৭৪০ জন আহত হয়েছেন।

হামাসের এই হামলার জবাব দিতে গাজায় ব্যাপক আকারে আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গাজায় ১৭টি জঙ্গি আস্তানা এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে হামলা চালানোর কথা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশের সক্ষমতা বাড়ার সাথে সাথে শিক্ষকদের সুবিধাও বাড়ছে : চট্টগ্রামে নওফেল
পরবর্তী নিবন্ধমা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা