সম্প্রতি নগরীর চান্দগাঁও থানায় পুলিশের দায়ের করা মামলায় আরো ১৮ জন বিএনপি নেতাকর্মীকে উচ্চ আদালত জামিন দিয়েছে।
হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের আদালত চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, এম.আই. চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম, হাজী ইসমাইল হোসেন বালি, আক্তার খান, আলী আব্বাস, তাহের জামাল, দিদারুল হক কাজীমি, আখতারুজ্জামান চৌধুরী রাশেদ, মইনুদ্দিন পারভেজ, ইয়াকুব খান বাবু, আব্দুল আল হাসান সোনা মানিক, নুরুল আক্তার চুন্ন, মোহাম্মদ আজগর, আব্দুল মোতালেব, আশরাফ মিয়া অনিক, নাজিমুদ্দিন, মো. হানিফসহ ১৮ জন আসামীকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।
চান্দগাঁও থানায় দায়ের করা উক্ত মামলায় শুনানি করেন এডভোকেট মুজিবুর রহমান।