১২ দেশের মিশন-ইইউ প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

হিরো আলমের ওপর হামলার নিন্দায় বিবৃতি

আজাদী অনলাইন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ১২:৩৬ পূর্বাহ্ণ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার ঘটনায় ঢাকায় ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই রাষ্ট্রদূত ও হাইকমিশনাদের বুধবার বিকালে বৈঠকে ডাকা হয়েছে। সেখানে ঢাকার ‘অসন্তোষ’ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়।

ওই ঘটনার দু’দিন পর ঢাকায় ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিশন এক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানায়।

ইইউ’র সঙ্গে ওই বিবৃতিদাতাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড ছিল।

একইদিন হিরো আলমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসও।

বিবৃতি দেওয়ার ঘটনায় ২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা