৯ সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণ

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঢাকা, খুলনা ও চট্টগ্রামে সংক্রমণ বাড়ার মধ্যে দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ৮৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত নয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ১৪ এপ্রিল এক দিনে ৫ হাজার ১৮৫ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। খবর বিডিনিউজের।
গত এক দিনে মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও নতুন রোগীর সংখ্যা বেড়েছে দুইশর বেশি। সোমবার দেশে ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার রয়েছে ১৯ শতাংশের উপরে। শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৪৯৬ জনই ঢাকা জেলার। আর খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৭০২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।
সরকারি হিসাবে একদিনে আরও ২ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।
ঢাকা নগরীসহ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৪৯৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী জেলায় ৩২৬ জন, খুলনা জেলায় ২৬৮ জন, যশোরে ২৫৩ জন, চট্টগ্রাম জেলায় ২২৬ জন, টাঙ্গাইলে ১২১ জন, কুষ্টিয়ায় ১১৯ জন, জয়পুরহাটে ১১০ জন এবং দিনাজপুরে ১১০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২৮টি ল্যাবে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রের তলদেশে বসেছে ১৩৫ কিমি পাইপলাইন
পরবর্তী নিবন্ধসলিমপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পরিত্যক্ত ওয়্যারলেস টাওয়ারের সংস্কার চান মেয়র