৯ শর্তে পোশাক পণ্যের কন্টেনার ব্যবস্থাপনা শুরু বিএম ডিপোতে

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত প্রাণহানির সাড়ে চার মাস পর শর্ত সাপেক্ষে তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্যবাহী কন্টেনার ব্যবস্থাপনার কাজ শুরু করেছে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ দুই দিন আগে নয়টি শর্তে বিএম ডিপোকে এ কাজ শুরুর অনুমতি দেয়। এরপর গতকাল বুধবার সকাল থেকে বিশ ফুট দৈর্ঘ্যের দশটি কন্টেইনার ওঠানামার মধ্য দিয়ে কাজ শুরু হয় বলে জানান ডিপোর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মায়নুল আহসান। খবর বিডিনিউজের।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়। সরকারি হিসেবে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যসহ মোট ৫১ জন ওই ঘটনায় নিহত হন; আহত হন দুই শতাধিক। সেই অগ্নিকাণ্ডে ডিপোতে রপ্তানি ও আমদানি পণ্যবাহী মোট ১৫৬ কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয় বলে সেসময় জানানো হয়েছিল।
স্মার্ট গ্রুপের মালিকানাধীন এই কন্টেনার ডিপোর কার্যক্রম দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়। ব্যাপক সংস্কার কার্যক্রম চালানোর পর গত ২২ আগস্ট শুধুমাত্র খালি কন্টেনার সংরক্ষণ ও হ্যান্ডলিংয়ের অনুমতি দেওয়া হয় ডিপো কর্তৃপক্ষকে। তবে তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্যবাহী কন্টেনার ব্যবস্থাপনা বন্ধ ছিল।
বিএম কন্টেনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, কিছু শর্তে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের গার্মেন্টস খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমতি দিয়েছে। এ অনুমতি তিন মাসের জন্য দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসিতে আবেদন, জামায়াত প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিডিপি নেতা
পরবর্তী নিবন্ধকুয়াশার দেখা মিললেও শীত আসবে ‘নভেম্বরের শেষে’