৯ লাখ ৭৪ হাজার টাকা বকেয়া পৌরকর আদায়

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় লাখ ৭৪ হাজার ১৫২ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাঙ, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল রাজস্ব সার্কেল-৪ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে দীর্ঘদিন ধরে রাজস্ব সার্কেল-৪ এর আওতাধীন আলকরণ ও পশ্চিম মাদারবাড়ি মহল্লা থেকে বকেয়া পৌরকর বাবদ আট লাখ ছয় হাজার ২৩ টাকা এবং বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ এক লাখ ৬৮ হাজার ১২০ টাকা আদায় করা হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ছয় প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘আল্লামা হাশেমীর কর্মজীবন ছিল দেশ ও মিল্লাতের কল্যাণে উৎসর্গীত’