নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় মাদকসেবীসহ ১১ জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত ও মামলা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্টদের কারাগারে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল নগরীর ষোলশহর, আগ্রাবাদ জাম্বুরী পার্কসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন বলে আজাদীকে জানান অধিদপ্তরের মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনি জানান, অভিযানে ৯ মাদকসেবীকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথীর ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। এ সময় মাদক সেবনকারীদের কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই দিন ডবলমুরিং এলাকায় দোভাষ রোড এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও আব্দুর রহিম নামে দু’জনকে ২ হাজার তিনশো পিচ ইয়াবাসহ আটকের পর সংশ্লিষ্ট থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দেলোয়ার কক্সবাজার জেলার ঈদগাঁও দরগা পাড়ার মৃত শামসুল আলমের এবং আব্দুর রহিম টেকনাফের হোয়াক্যাং নয়াপাড়া এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে।