৯ বছর পর হাছান মাহমুদসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়ায় মীর নাছিরের গাড়ি বহরে হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় এসে হামলার শিকার হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এই হামলায় আহত হওয়া পৌরসভার মুরাদনগর এলাকার বাসিন্দা ও উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম বাদী হয়ে দীর্ঘ ৯ বছর পর গত সোমবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০/৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নেন। ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোটের দাবি দিবস পালিত