দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপি নেতা মিল্টনকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা।
বিগত কয়েকবছর ধরে সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের ঈদ যাত্রাকে আনন্দময় করতে মিল্টন ভুঁইয়ার সহযোগিতায় কুমিরা–গুপ্তছড়া নৌপথে ফ্রি ঈদ সার্ভিসের ব্যবস্থা করেছিল হিউম্যান২৪ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, এ স্বৈরাচার হাসিনা আমাদেরকে ‘মিথ্যা’ মামলা দিয়ে দেশের মাটিতে পা রাখতে দেয়নি। দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনামুক্ত বাংলাদেশে ফিরেছি। খুবই ভালো লাগছে। খুব তাড়াতাড়ি আমার প্রিয় জন্মভূমি সন্দ্বীপের প্রিয়জনদের সাথেও দেখা হবে। সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ দ্দৌলা সজীব বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা মিল্টন ভূঁইয়া স্বদেশে পা রেখেছেন, এতে আমরা খুবই আনন্দিত। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে ডিবির পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলা করেন। দণ্ডবিধির ৩০৭ এবং ১২০–বি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই মামলার আসামি শফিক রেহমান ও মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।












