৯ বছর পর টেকনাফ উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সকল জল্পনা কল্পনা শেষ হওয়ার পর অবশেষে আজ রোববার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে দীর্ঘ ৯ বছর পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে তৃণমূল কর্মীদের মাঝে দেখা দিয়েছে সাজ সাজ রব। আজ সকাল ১০টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। মেরিন ড্রাইভ সড়ক, পৌর শহরের অলিগলিতে ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণও।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহিন আক্তার, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিকসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জানা গেছে, বিগত ২০১৩ সালের ৩০ জানুয়ারি সর্বশেষ টেকনাফ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুরুল বশর। দায়িত্ব পালনকালীন বিগত ২০২০ সালের ১৩ নভেম্বর সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। এরপর কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন মাস্টার জাহেদ হোসেন।
এদিকে সম্মেলনের বিষয়ে গতকাল শনিবার বিকাল ৫টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের সার্বিক প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে প্রায় ২০ হাজার তৃণমূল কর্মীর সমাগম হবে।

পূর্ববর্তী নিবন্ধনাটাবের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান
পরবর্তী নিবন্ধসিজেকেএস অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্ট দস্তগীর চৌধুরী একাদশ চ্যাম্পিয়ন