অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সালের ১৪ ডিসেম্বর খাগড়াছড়ির দীঘিনালার কবাখলি বাজার বর্জন করে স্থানীয় পাহাড়িরা। বাজার বর্জন করায় ক্রেতা সংকটে পুঁজি হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়। প্রায় নয় বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারটি পুনরায় চালু হয়েছে। গতকল সোমবার সকালে এর উদ্বোধন করা হয়। বাজার চালুর প্রথমদিনে সভায় দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মো. সাকিব হাসান, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনীতি এখন প্রতিযোগিতামূলক। কারো ইন্ধনে বা উস্কানিতে যদি হাট-বাজার বর্জন করা হয় তবে এতে করে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। তাই কারো ইন্ধনে সামিল না হতে ব্যবসায়ী ও স্থানীদের প্রতি অনুরোধ জানানো হয়। হাটের দিন হওয়ায় এসময় প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। দূর-দুরান্ত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে ব্যবসায়ীরা। বাজারে বিকিকিনি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। দীর্ঘদিন বাজারটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা । এখন থেকে প্রতি সোমবার সাপ্তাহিক হাট বসবে । এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বাজারটি চালু করার বিষয়ে কয়েক দফা আলোচনা করা হয়।