নয়দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার এতথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
তিনি বলেন, হ্রদে যেহেতু পাহাড়ি ঢল নেই তাই ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাঙামাটি পর্যটন ঘাটের বোট মালিক সমিতির সহ–সভাপতি রমজান আলী বলেন, প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের কারণে দুর্ঘটনা এড়াতে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। গতকাল ৯দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।












