দীর্ঘ ৯ দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় খুলছে সরকারি–বেসরকারি অফিস, আদালত, ব্যাংকসহ সকল কর্মস্থল। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া টানা ছুটিতে কর্মজীবী মানুষ পরিবার–পরিজনের সঙ্গে আনন্দমুখর সময় কাটিয়েছেন। ঈদের ছুটি শেষে প্রচুর মানুষ নগরীতে ফিরে এসেছেন। আজ সকাল থেকে অফিসের কাজে যোগ দেবেন কর্মজীবী মানুষ।
এবারের ঈদে লম্বা ছুটি ভোগ করেছেন কর্মজীবীরা। সরকার শুরুতে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিনের ছুটি ঘোষণা করে। পরে ৩ এপ্রিল বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর সাথে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি মিলে ৯ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়।
লম্বা ছুটিতে ঈদ করতে যাওয়া মানুষের সুবিধা হয়েছে। পরিবার পরিজনের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন। অনেকে পরিবার নিয়ে দেশের বাইরে বেড়াতে গেছেন।
চট্টগ্রামের সরকারি একজন কর্মকর্তা জানান, দীর্ঘ ছুটির পর আমরা আবার কাজে ফিরছি। অফিসের কার্যক্রম স্বাভাবিক করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঈদের পরবর্তী কর্মচাপ সামলাতে বিশেষ প্রস্তুতির কথা জানানো হয়েছে। ব্যস্ত সড়কগুলোতে যানজট সামাল দিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। আজ অফিস–আদালত চালু হলেও স্বাভাবিক গতি ফিরে আসতে আরো দুয়েকদিন সময় লাগবে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।