৯ থেকে ২০৭, ব্যবধান দশ দিন

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০ দিনের ব্যবধানে চট্টগ্রামে দুইশ পার হয়েছে সংক্রমণ। গত ১ জানুয়ারি চট্টগ্রামে ৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১৮৭ জন ও উপজেলার ২০ জন। পরীক্ষাকৃত নমুনায় প্রায় ৯ শতাংশের (৯.১ শতাংশ) উপরে পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। আগের দিন সোমবার ১১৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৪১০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৯৫১ জন ও উপজেলার ২৮ হাজার ৪৫৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নগরীর বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৩৩৫ জন। এর মধ্যে নগরীর ৭২৫ জন ও উপজেলার ৬১০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দিন দিন সংক্রমণ বাড়ছে। নতুন বছরের শুরু থেকেই করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে চট্টগ্রামে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত বেড়ে ২৪৫৮
পরবর্তী নিবন্ধশাহ আমানতে প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোর পরামর্শ