৯ টন সিলিকনসহ চট্টগ্রামে চোরচক্রে চার সদস্য গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কালুশাহ মাজার এলাকা থেকে চুরি হওয়া ৯ টন সিলিকনসহ চোরচক্রের মোঃ বাবুল মিয়া (৫৩), মোঃ মামুন (৩১), মোঃ জাহাঙ্গীর (৫৩) ও মোঃ শামছুল (৩৫) নামে চার সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) নগরীর পাহাড়তলী থানার স্পেশাল টিমের অভিযানে বিভিন্ন জায়গা থেকে ধারা পড়ে আন্তঃজেলা চোরচক্রের এই সদস্যরা।

চুরি হওয়া কভার্ডভ্যান ও কভার্ডভ্যানে থাকা বিদেশ হতে আমদানীকৃত সিলিকন ক্যামিকেলসহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ্ দৈনিক আজাদীকে বলেন, উক্ত চক্রটি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত চুরি ও ডাকাতি করে আসছিল।

বিশেষ অভিযানে চট্টগ্রাম শহরের কালুশাহ মাজার এলাকা হতে চোরাই যাওয়া কভার্ডভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী সনাক্ত করে গাড়ীর ড্রাইভার মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা হতে মোঃ জাহাঙ্গীর এবং হালিশহর থানা এলাকা হতে মোঃ মামুনদ্বয়কে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা