৯ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা আমদানিকারকের

৭৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদী পাকশী ইপিজেডের খায়াতি লেদার ইনোভেশন বিডি লিমিটেড মিথ্যা ঘোষণা দিয়ে থাইল্যান্ড থেকে ৭৪০ কার্টন লেমার ব্র্যান্ডের সিগারেট আমদানি করেছে। মিথ্যা ঘোষণায় এসব সিগারেট আমদানির মাধ্যমে আমদানিকারক ৯ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে। এছাড়া জব্দকৃত এসব সিগারেটের শুল্কায়ন মূল্য দেড় কোটি টাকা। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম।

চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসায়ের ধরন ও ঠিকানা পণ্যের বর্ণনা প্রকৃতি বিশ্লেষণ করে পণ্য চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য থাকার প্রাথমিক ধারণা পায়। পরে পণ্য চালানটি ফোর্স কিপ ডাউন করে গতকাল বিকাল ৩টায় বন্দরের অভ্যন্তরে কায়িক পরীক্ষা চালানো হয়। কায়িক পরীক্ষায় কন্টেনারের ভেতরে থাকা ৭৪০টি কার্টন খুলে তাতে লেমার ব্র্যান্ডের ৭৪ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দ সিগারেটের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি টাকা। এই চালানটি খালাসের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৯ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল। এআইআর শাখার তৎপরতায় এই রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগে এআইআর টিম গত ৫ সেপ্টেম্বর ফেব্রিক্স ঘোষণায় ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ এবং গত ২৭ জুন ওয়াটার ফিউরিফাইয়ার মেশিন ঘোষণায় ৫০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছিল।

পূর্ববর্তী নিবন্ধরামুতে চোরাচালান লেনদেন নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ১৬৪ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ