৯ কৃতী ব্যক্তিকে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রদত্ত ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক২৩’ পেয়েছেন চট্টগ্রামের ৯ কৃতী ব্যক্তি। গত রোববার বিকেলে থিয়েটার ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পদক তুলে দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে মেয়র বলেন, যে জাতি তার কৃতী সন্তানদের মূল্যায়ন করে না সে জাতির মধ্যে কৃতী মানুষের জন্ম হয় না। এ চেতনা থেকে চট্টগ্রামের ৯ কৃতী ব্যক্তিকে আজ আমরা সম্মাননা দেয়ার মাধ্যমে পরর্বতী প্রজন্মকে আরো ভালো কাজে উৎসাহিত করছি।

এবার পদক জয়ী ৯ কৃতী হচ্ছেনস্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় মোহাম্মদ হোসেন খান (মরণোত্তর), সঙ্গীতে অচিন্ত্য কুমার চক্রর্বতী (মরণোত্তর), ক্রীড়ায় আনোয়ার উল্লা খান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মীর্জা আবু মনসুর, সমাজসেবায় রফিক আহামদ, বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন, সাংবাদকিতায় দৈনিক পূর্বকোণ এর সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, অটিজম ও শিশু চিকিৎসায় ডা. মাহমুদ আহমদ চৌধুরী আরজু।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ময়নাতদন্ত প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট
পরবর্তী নিবন্ধচুরিতে দুজন, ক্রেতা তিনজন