গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর প্রপৌত্র ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) খোশরোজ উপলক্ষে প্রথম ধাপে গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানা, বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন আশ্রমের প্রায় ৫৫ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়। কর্মসূচির দিন বিভিন্ন উপজেলায় বেশ কিছু এতিমখানা, হেফযখানা ও আশ্রম বন্ধ থাকায় গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে ট্রাস্টের পক্ষ হতে ৯টি উপজেলার ৪৯টি প্রতিষ্ঠানে ২৮১৫ জন হেফজখানার এতিম ও আশ্রমের নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়।
এ বছর ৯৮৭টি প্রতিষ্ঠানে মোট ৫৭ হাজার এতিমখানা ও হেফযখানা, আশ্রমের নিবাসীদের একবেলা খাবার পরিবেশন করা হয়েছে। শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর খোশরোজ উপলক্ষ্যে জেলার ১৪টি উপজেলার প্রায় ৭৩৬টি এতিমখানা ও হেফযখানা, আশ্রমের ৪১ হাজার নিবাসীদের একবেলা খাবার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।