৯৯ এবং ১৯৯ রানে আউট টেস্ট ক্রিকেটে ম্যাথিউসই প্রথম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

ক্রিকেটের অপর পিঠটাও দেখতে পেলেন শ্রীলংকান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরির সুবাস পেয়েও তা হারিয়ে ফেললেন। গতকাল যখন শ্রীলংকার ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হন ম্যাথিউস তখন বাংলাদেশ শিবিরে দারুন উল্লাস। কারণ ১৯৯ রানে আউট হয়ে গেছেন ম্যাথিউস।

১৯৯ রান করার তৃপ্তির চেয়েও বড় হয়ে ওঠে ১ রান করতে না পারার আক্ষেপ। তবে একটি জায়গায় তিনি হয়ে গেলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম। বাংলাদেশের মাঠে এই প্রথম কোনো ব্যাটসম্যান আউট হলেন ১৯৯ রানে। তবে এমন ‘প্রথম’ নিশ্চয়ই চাননি ম্যাথিউস।
২০০৯ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ৯৯ রানে রান আউট হয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যিনি আউট হয়েছেন ৯৯ ও ১৯৯ রানে।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে জুডো প্রশিক্ষণের উদ্বোধন
পরবর্তী নিবন্ধফাইনালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়