৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা তথ্য দিলে শাস্তি

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য দিলে তাকে অপরাধ হিসেবে গণ্য করে দণ্ডবিধি অনুযায়ী সাজা দেবে সরকার। জাতীয় জরুরি সেবা পরিচালনায় একটি আলাদা ইউনিট গঠন করে কমপক্ষে ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। এমন বিধান রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে জাতীয় জরুরি সেবা নীতিমালা ২০২০ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা, জনশৃঙ্খলা, অপরাধ দমন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে করোনাকালে মৃতদের দাফন সৎকারে নিয়োজিতদের সম্মাননা
পরবর্তী নিবন্ধশিক্ষা ও সমাজ বিনির্মাণের কারিগর ছিলেন ড. আবু ইউসুফ