৯৯৯ এ ফোন করেও ঠেকানো যায়নি গরু লুট

সকালে ঘটনাস্থলের কাছেই মিলল যুবকের মরদেহ

রামু প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে সংঘবদ্ধ ডাকাত দলের গরু লুট ঠেকাতে ফোন করা হয়েছিল ‘৯৯৯’ নম্বরে। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব এক কিলোমিটার হলেও পুলিশ পৌঁছাতে সময় লেগেছে এক ঘণ্টা। এর মধ্যে মালিকসহ গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। আর সকালে ঘটনাস্থলের পাশেই মিলেছে এক যুবকের মৃতদেহ। গ্রামবাসী ও স্বজনদের দাবি, ডাকাতরা পিটিয়ে হত্যা করেছে এ তাকে। তবে পুলিশ বলছে, গরু ডাকাতি আর মৃতদেহ উদ্ধার ভিন্ন ঘটনা।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর চরপাড়া এলাকার এক সবজি ক্ষেতে মীর কাশেম (৩২) নামের এ যুবকের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মীর কাশেম ওই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে।

অফিসেরচর চরপাড়া এলাকার মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল তার গোয়াল ঘরে থাকা ৭টি গরু নিয়ে যায়। তার মেয়ে রাতে দেখতে পায় গোয়ালঘর ফাঁকা। এসময় বাড়িতে থাকা জামাতা ফারুকসহ পরিবারের সদস্যরা ছুটোছুটি শুরু করে। প্রধান সড়কে গিয়ে দেখতে পান ডাকাত দল ৭টি গরু গাড়িতে তোলার চেষ্টা করছে। এসময় তারা লুট করা গরুগুলো কেড়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় ডাকাতদল ফারুককে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান। এক পর্যায়ে ডাকাতদল তাড়াহুড়ো করে দুটি গরু নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, ঘটনার পর থেকে তার ভাতিজা মীর কাশেম নিখোঁজ ছিল। সকালে স্থানীয়রা মৃতদেহ পাশের সবজি ক্ষেতে দেখতে পায়। রাতে ডাকাতির সময় মীর কাশেম চেঁচামেচি করায় ডাকাতরা তার হাত-পা-মুখ বেঁধে হত্যা করে সেখানে ফেলে যায়। তিনি জানান, মীর কাশেমের মৃতদেহে দু হাত, মুখ, চোখ, এবং পা জোড়া বাঁধা অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জাফর আলম জানান, রাতে গরু ডাকাতির সময় মীর কাশেম দেখে ফেলে। মানসিক ভারসাম্যহীন এ যুবক অপরিচিত লোকজন দেখলে চিৎকার-চেঁচামেচি করে। তাছাড়া গভীর রাতে হওয়ায় সে হয়তো চিৎকার দিতে চেয়েছিলো। এজন্য ডাকাতরা তাকে মারধর এবং হাত-পা-মুখ বেঁধে হত্যা করেছে।

রামু থানার পরির্দশক (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, যে মারা গেছে সে মানসিক রোগী। গরু ডাকাতি হয়েছে রাতে, আর তার মৃতদেহ পাওয়া গেছে সকালে। দুইটি বিষয় মাথায় রাখতে হবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে ভেসে এল বস্তাবন্দি দুই যুবকের লাশ
পরবর্তী নিবন্ধমহেশখালীর পাহাড়ে মদের কারখানা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪