৯৯৯-এ কল পেয়ে গৃহবধূকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ মে, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীতে স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানাধীন ১নং রোডের সি ব্লক তামান্না ভবন থেকে আয়শা আক্তার (২১) নামে ওই গৃহবধূকে গতকাল শনিবার উদ্ধার করা হয়। ৯৯৯-এ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ওই গৃহবধূকে ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- ওই গৃহবধূর স্বামী মুজিবুর রহমান একজন কন্ট্রাকটর। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী আয়েশাকে নির্যাতন করে আসছেন স্বামী মুজিবুর রহমান। নির্যাতনের পাশাপাশি প্রায় দুমাস ধরে স্ত্রীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা আর এস কবির হোসেন ফ্রি পোর্টে এক এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। তিনি আজাদীকে জানান- আয়েশাকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিত স্বামী মুজিবুর। টাকার দাবিতে নির্যাতন করতো। সইতে না পেরে আয়েশা তার বাবাকে ফোন করে এক লাখ টাকা দিতে বলে। কিন্তু গরীব বাবা এত টাকা কই পাবে। অনেক অশান্তিতে আছে জানিয়ে অন্তত ৫০ হাজার টাকা হলেও দিতে বাবাকে অনুরোধ করে আয়েশা। টাকা চাওয়ার পর অনেক দিন মেয়ের খোঁজ পায়নি পরিবার। শুক্রবার রাতে আয়েশার বাবা বরগুনার বামনা এলাকা থেকে মেয়ের খোঁজে চট্টগ্রামে আসেন। দূরসম্পর্কের আত্মীয় আমাদের এক সহকর্মীকে বিষয়টি খুলে বলেন। আমরা সবাই মিলে বিষয়টি এমপি মহোদয়কে বলি। তিনি ৯৯৯-এ ফোন দিতে পরামর্শ দেন। ওনার পরামর্শ অনুযায়ী আমরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে আয়েশাকে উদ্ধার করে। তাকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নির্যাতনে তার শরীরে বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনায় স্বামী মুজিবুরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার এসআই প্রবাল বিশ্বাস। তিনি বলেন- মূলত যৌতুকের জন্য স্বামী মুজিবুর তার স্ত্রীকে মারধর ও নির্যাতন করতো। গত রমজান থেকে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। স্ত্রী অনেকদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। কয়েকদিন আগে কৌশলে পরিবারকে জানায় ওই গৃহবধূ। জানতে পেরে ওই গৃহবধূর বাবা চট্টগ্রামে আসেন। পরে ৯৯৯-এ কল দিলে আমরা গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। মুজিবুরের বিরুদ্ধে ওই গৃহবধূর বাবা মো. নিছার উদ্দিন বাদি হয়ে মামলা করেছেন বলেও জানান এসআই প্রবাল বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধবিমানের সৌদিগামী ফ্লাইট চালু
পরবর্তী নিবন্ধপরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নেব না : শিক্ষামন্ত্রী