৯৩ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

২০০ রানে জিতল আফগানিস্তান

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:২৪ পূর্বাহ্ণ

সাইফ হাসানের রান ৪৩। বাকি সব ব্যাটসম্যান আর অতিরিক্ত মিলিয়ে রান ৫০। ব্যস, বলার বাকি থাকে না আর কিছুই। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে জরুরি ছিল প্রতিজ্ঞা, নিবেদন আর তাড়নার। প্রয়োজন ছিল নিজেদের ছাড়িয়ে যাওয়ার। অথচ বোলিংয়ে ব্যর্থতার পর জঘন্য ব্যাটিংয়ে বাংলাদেশ নেমে গেল নতুন তলানিতে। বিব্রতকর পারফরম্যান্সে শেষ হলো গ্লানিময় সিরিজ।

তিন ম্যাচ সিরিজের শেষটিতে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ। টিটোয়েন্টি সিরিজে ৩০ ব্যবধানে হেরে যাওয়া আফগানিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিল ওয়ানডেতে।

আগের ম্যাচের উইকেটেই ছিল এই খেলা। সেদিন ব্যাটিংয়ে ধুঁকেছিল দুই দলই। সেই অধ্যায় পেছনে ফেলে এবার ৫০ ওভারে ২৯৩ রানের পুঁজি গড়ে আফগানরা। সেদিনের মতোই ঠিক ৯৫ রানে আউট ইব্রাহিম জাদরান। শেষ দুই ওভারে তাণ্ডব চালিয়ে মোহাম্মাদ নাবি অপরাজিত থাকেন ৩৭ বলে ৬২ রানে। আফগানরা বড় স্কোর গড়লেও সেই একই উইকেটে আরও বাজেভাবে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। সেদিন কোনোরকমে একশ ছাড়ানো দল এবার ২৭.১ ওভারে শেষ ৯৩ রানেই।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেট শিকার করেন আফগান পেসার বিলাল সামি। দেশের বাইরে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনেও ২০০ রানে হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশের উচ্ছ্বাস সঙ্গী হলো আফগানদের। ম্যান অব দা ম্যাচ হয়েছেন বিলাল সামি। ম্যান অব দা সিরিজ ইব্রাহিম জাদরান।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বছর পর আজ চাকসুর ভোট
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু