৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি চলছে : উপদেষ্টা

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রির কাজ চলছে।

তিনি বলেন, এ পর্যন্ত ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি। এরমধ্যে ৪০ হাজার ডাটা এন্ট্রি হয়ে গেছে। ৫০ হাজার ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন সেগুলো যাছাইবাছাই করছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালী বেগ খাঁ মসজিদের ইফতার, সৌহার্দ্য ও ঐক্যের এক দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধশ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালালেন স্বামী