৮ সপ্তাহ মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

মাঠে নেইমারের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল চোট কতটা গুরুতর। পিএসজির বিবৃতিতে তাই স্পষ্ট হলো। গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগ ওয়ানে রোববার সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের শেষ দিকে চোট পান নেইমার। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ের ওপরে পড়ে তার পা। মাঠে লুটিয়ে পড়ে কাতরাতে দেখা যায় তাকে। একটু পর মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। ম্যাচ শেষে স্ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় ২৯ বছর বয়সী এই ফুটবলারকে। পরদিন এক বিবৃতিতে পিএসজি জানায়, নেইমারের বাম পায়ের গোড়ালি মচকে গেছে। ৭২ ঘণ্টার মধ্যে তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। নেইমার এর আগে ইনস্টাগ্রাম পোস্টে বলেছিলেন, ‘এসব ধাক্কা একজন ক্রীড়াবিদের জীবনের অংশ।’ একই সঙ্গে ‘আরও শক্তিশালী হয়ে’ ফেরার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধহারার আগে হাল ছাড়ছেন না ডমিঙ্গো