৮ মাস পর গ্রামে ফেরা ৫৭ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

বান্দরবানের রোয়াংছড়ি

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আতঙ্কে চলে যাওয়া ৫৭ পরিবার আট মাস পর গ্রামে ফিরে এসেছে। ওই পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

গতকাল সোমবার রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে দুর্গম পাইক্ষ্যং পাড়ায় বান্দরবান সদর জোনের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সদর জোনের উপঅধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার বম, সেনাবাহিনীর চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন আসাদুল ইসলাম, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

স্থানীয়রা জানান, কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাইক্ষ্যং পাড়ার ৯৭ পরিবার গত এপ্রিলে গ্রাম ছেড়ে চলে যায়। এছাড়া কেএনএফ আতঙ্কে আশেপাশের ৯/১০টি গ্রামের তিন শতাধিক পরিবার সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। আট মাস পর সেনাবাহিনী ও শান্তি কমিটির সদস্যদের আশ্বাসে ৫৭ পরিবার গত শনিবার গ্রামে ফিরে আসে।

সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন পর ফিরে আসা পরিবারগুলোকে চিকিৎসা সহায়তা, শিশুদের শিক্ষাসামগ্রী, খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফের সরাসরি বৈঠকের পর তিনটি বিষয়ে সমঝোতা হয়েছে। এতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধচবির ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একুশের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে জিম্মি