আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য নুরন্নবী (৮৫) গত ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনার ২ দিন পর তার স্ত্রী রাজিয়া বেগম গত বছরের ৪ অক্টোবর আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু নিখোঁজের ৮ মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অসুস্থ এ মুক্তিযোদ্ধার কোন সন্ধান না পাওয়ায় পরিবারে চলছে উদ্বেগ-উৎকন্ঠা। নিখোঁজের স্ত্রী রাজিয়া বেগম আজাদীকে বলেন, গত বছরের ২ অক্টোবর ভোর ৫ টায় পরিবারের সদস্যদের অজান্তে তার স্বামী নুরুন্নবী ঘর থেকে বের হয়ে গেলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে স্বামীর সন্ধান না পেয়ে ৪ অক্টোবর আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করি। ঘটনার পর থেকে পরিবারের সব আত্মীয় স্বজনের বাসা বাড়ি ও নানান স্থানে খোঁজ নেয়ার পর এখনো আমরা তার কোন সন্ধান পাইনি। থানা পুলিশের কাছে একাধিকবার যোগাযোগ করেছি পুলিশও কোন খবর দিতে পারেনি । তিনি আরো জানান, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য। স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন আজাদীকে জানান, ৮ মাস ধরে এলাকার এই প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য নুরুন্নবী প্রকাশ নুরু মেম্বার নিখোঁজ হওয়ায় পরিবারসহ এলাকাবাসীও চিন্তিত। তার সন্ধ্যান পেতে আমি ব্যক্তিগতভাবেও অনেক স্থানে খুঁজেছি। আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা ইয়াউর রহমান জানান, নিখোঁজ নুরুন্নবী একজন মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ব্যক্তি। তিনি নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানানোর পর আনোয়ারার সব ইউনিয়নে আমরা খুঁজেছি, তাছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানানো হয়েছে।