৮ ব্যক্তিকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে নগরে আট ব্যক্তিকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে জানান, অভিযানে পোর্ট কানেক্টিং রোডের নয়াবাজার, সরাইপাড়া ও সাগরিকা মোড় এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, বিক্রির জন্য লোহাজাত দ্রব্য স্তুপ ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আম বাগান সড়ক ও ওয়ার্লেস এলাকায় ফুটপাত দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায়ও একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাত-পা বেঁধে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধমাওলানা নেছার আহমদ