৮ বিভাগীয় দপ্তরে শুরু ভ্যাট মেলা

দুই করদাতা পেলেন পুরস্কার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে আট বিভাগীয় দপ্তরে দুই দিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে। গতকাল নগরীর স্ট্র্যান্ড রোডের পুরাতন কাস্টম ভবনে আগ্রাবাদ বিভাগের মেলা উদ্বোধন করেন ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।
সংশ্লিষ্টরা জানান, চট্টলা, চান্দগাঁও, রাঙামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবানেও একযোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাট কমিশনার বলেন, আগের দুই মেলায় করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মূলত ব্যবসায়ীদের যাতে নিবন্ধন গ্রহণ বা রিটার্ন দাখিলে হয়রানির শিকার হতে না হয় এবং ইএফডিকে জনপ্রিয় করতে এ মেলার আয়োজন। এছাড়া ১২ থেকে ১৪ মার্চ নগরীর বিভিন্ন বিপণীকেন্দ্র ও বড় শপিং মলে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের সেবা দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবীর পাভেল।
এদিকে মেলার উদ্বোধন শেষে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের ভ্যাট চালান নেয়া নাসির উদ্দিন ও মো. শাহজাহানকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়েছে। ভ্যাট কমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অন্যদিকে আগ্রাবাদ সিডিএর চান্দগাঁও, চট্টলা ও রাঙামাটি এ তিন ভ্যাট বিভাগের মেলায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। উল্লেখ্য, গত ১১-১২ জানুয়ারি প্রথমবারের মতো চট্টগ্রামে ভ্যাট মেলার আয়োজন করা হয়। এবার মেলার তৃতীয় আসর।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১২৭
পরবর্তী নিবন্ধইটভাটা খুলে না দিলে প্রকল্প কাজ বন্ধের হুঁশিয়ারি