৮ দফা দাবি না মানলে সারা দেশে ১২ আগস্ট ভোর থেকে ৭২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধের ডাক

সাংবাদিকদের ব্রিফিংয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন আইন২০১৮ সংশোধন, মালিকশ্রমিকদের সমস্যা নিরসনসহ ৮ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিকশ্রমিক সমন্বয় পরিষদ। ৮ দফা দাবি ১১ আগস্টের মধ্যে মেনে নেয়া না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার সকল প্রকার বাণিজ্যিক পরিবহন বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মালিক শ্রমিক সমন্বয় পরিষদ বলেছে, সম্প্রতি সরকারের নির্দেশনায় ২০ ও ২৫ বছরের পুরাতন বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএ’র কার্যক্রম শুরুর প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মালিকশ্রমিকরা আঞ্চলিকভাবে ধর্মঘটের ডাক দেয়া হচ্ছে। এতে সারাদেশের পরিবহন ব্যবস্থাপনায় অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। আরো বড় ধরণের অচলাবস্থা সৃষ্টিরও আশংকা প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার লক্ষ্যে গত ২০ জুলাই সড়ক পরিবহন মালিকশ্রমিক নেতৃত্বদানকারী ৩টি সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাসট্রাক ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিভাগীয় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সমন্বয়ে এক যৌথ সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় বিস্তারিত আলোচনার পর আট দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা। পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা। বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা। মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা। দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা। মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা। মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা। ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করার দাবি উত্থাপন করা হয়। ১১ আগস্টের মধ্যে মেনে নেয়া না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার সকল প্রকার বাণিজ্যিক পরিবহন বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন, মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম, সহসভাপতি হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার, বাংলাদেশ বাসট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, সহসাধারণ সম্পাদক এম. হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ এবং সাবেকসভাপতি ফারুক তালুকদার সোহেল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুবকের লাশ উদ্ধার