৮ দফা দাবিতে বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

বান্দরবান জেলায় ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান গ্রান্ডভ্যালী রেষ্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান এ ঘোষণা দেন।

দাবিগুলো হলো- ব্রিটিশ রচিত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল, জমি ক্রয় বিক্রয় চাকরি শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল, তিন পার্বত্য জেলায় জমি ক্রয় বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু, বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, উন্নয়নের স্বার্থে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটাসহ কলকারখানা ও ইন্ডাস্ট্রি চালু করা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পৃন:স্থাপন করা, অবৈধ অস্ত্র উদার করে চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরিসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলার যুগ্ম সম্পাদক শাহজালাল রানা, সাংগঠনিক সম্পাদক নূরুল আবছারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
পরবর্তী নিবন্ধসিইপিজেডে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন