মহেশখালী উপজেলার মুন্সির ডেইলে গত সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় নিহত আবদুল গফুরের জানাযা গতকাল মঙ্গলবার বিকেলে মুন্সিরডেইল ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকালে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে উপজেলা-সদর প্রদক্ষিণ করে। এসময় মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বিক্ষোভকারীদের ঘটনায় দোষীদের উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার এসআই বাপ্পী সর্দ্দার বলেন, আবদুল গফুর হত্যাকাণ্ড নিয়ে নিহতের ভাই বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।