পটিয়ায় ৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ী মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরীকে কারাগারে প্রেরণের নির্দেশে দিয়েছেন আদালত। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল এলাকার মৃত ইসমাইল চৌধুরী পুত্র। গত সোমবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাদল কান্তি সরকার জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার স্টেশন রোড এলাকায় মেসার্স বাগদাদ ট্রেডিং কোং–এর মালিক নুরুল আলম চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য খোরশেদ আলম চৌধুরীকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। তিনি বাদীর প্রতিষ্ঠানের ৮ কোটি টাকা আত্মসাৎ এবং বাদীর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নামে–বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আত্মসাৎ করেন।
এর প্রেক্ষিতে গত বছরের ১৭ নভেম্বর বাগদাদ ট্রেডিংয়ের মালিক নুরুল আলম চৌধুরী ৮ কোটি টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে কর্মচারী খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় খোরশেদ আলম চৌধুরী হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। গত ৫ জানুয়ারি পুনরায় জামিন প্রার্থনা করেন চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। ওইদিন মামলা শুনানি চলাকালীন তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ জানুয়ারি পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইলে তার জামিন নামঞ্জুর করা হয়।
মামলার বাদী নুরুল আলম চৌধুরী বলেন, মামলা করায় খোরশেদ আলম চৌধুরী আমাকে ও আমার পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে পটিয়া থানা ও পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণ ডায়েরি করেছি।