৮ উপজেলায় লাখ টাকা জরিমানা

কঠোর লকডাউনের ৪র্থ দিন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

১৯ জনকে জরিমানা চসিকের : সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় নগরে ১৯ জনকে চার হাজার ৬০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি, কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়, চকবাজার ও জামালখান এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পথচারীর মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

৮ উপজেলায় লাখ টাকা জরিমানা :এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদ পরবর্তীকালে চলছে কঠোর লকডাউন। গতকাল ছিল লকডাউনের ৪র্থ দিন। এদিন বিভিন্ন অলিগলি, মহাসড়ক ও বাজারে অভিযান অব্যাহত রেখেছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ৮ উপজেলায় পরিচালিত এসব অভিযানে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করাসহ বিভিন্ন অভিযোগে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পটিয়া প্রতিনিধি জানান, গতকাল উপজেলার ছবুর রোডে অভিযান চালায় প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। পটিয়া ইউএনও ফয়সাল আহমেদ বলেন, যারা স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখছে ও মাস্ক পরছে না, তাদের বিরুদ্ধে জরিমানাসহ মামলা দেওয়া হচ্ছে।

এদিকে লকডাউনের প্রথমদিন সরকারি বিধিনিষেধ কিছুটা মেনে চললেও শনিবার থেকে সড়ক এবং বাজারে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অধিকাংশ দোকানে ক্রেতা-বিক্রেতারা মাস্ক পরছেন না। তবে প্রশাসনের উপস্থিতি টের পেলে ‘অ্যাইয়ের অ্যাইয়ের’ বলে সরব হয়ে উঠছে জনসমাগমস্থল। অভিযানের খবর দিতে বিভিন্ন দোকান ও মার্কেটের সামনে প্রতিষ্ঠানের কর্মচারীরা ওঁৎ পেতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের আগমন সংবাদে মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানের শার্টার। বন্ধ হয় মার্কেটের প্রধান গেইটের গ্রিল। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর আবারও আগের চিত্র দেখা যায়। পটিয়া পৌরসদরের ছবুর রোড, স্টেশন রোড, ক্লাব রোড, আদালত রোডসহ উপজেলার বিভিন্ন দোকান ও মার্কেটের বাস্তব চিত্র এটি।
মীরসরাই প্রতিনিধি জানান, মাস্ক না পরায় এবং বিনা প্রয়োজনে বের হওয়ায় গতকাল ৫ জনকে দেড় হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ইউএনও মিনহাজুর রহমান এবং এসিল্যান্ড সুবল চাকমা বিভিন্ন বাজারে অভিযান চালান এদিন। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা।
হাটহাজারী প্রতিনিধি জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করায় গতকাল ১১টি মামলার বিপরীতে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন। এসিল্যান্ড আবু রায়হান বলেন, লকডাউন চললেও লোকজন সচেতন হয়নি। অহেতুক বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে।

চকরিয়া প্রতিনিধি জানান, গতকাল পৌরশহর চিরিঙ্গা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩টি মামলার বিপরীতে ২২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে প্রশাসন। ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এবং এসিল্যান্ড মো. রাহাত উজ-জামান এসব অভিযান পরিচালনা করেন।
বাঁশখালী প্রতিনিধি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩২টি মামলার বিপরীতে ৩৭ হাজার সাড়ে ৮শ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। ইউএনও সাইদুজ্জামান চৌধুরী এবং এসিল্যান্ড মো. মাযহারুল ইসলাম চৌধুরী এসব অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।
উল্লেখ্য, গত শনিবার বাঁশখালীতে ১৬ জনের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার সবাইকে বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করেছেন।

লোহাগাড়া প্রতিনিধি জানান, দোকানপাট খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরি করায় গতকাল ২৮ মামলার বিপরীতে ২৮ হাজার ৩শ ৬০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এসিল্যান্ড মো. খোরশেদ আলম চৌধুরীকে সহায়তা করেন এসআই দুলাল বাড়ৈ, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়ন দাশ।
পটিয়া প্রতিনিধি জানান, বিধিনিষেধ অমান্য করায় কর্ণফুলী উপজেলায় ৯টি মামলায় ৮ হাজার ৩শ টাকা জরিমানা করেছে প্রশাসন। ইউএনও শাহিনা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশের সদস্যরা তাকে সহায়তা করে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, লকডাউনের ৪র্থ দিনে রাঙ্গুনিয়ায় যানবাহন ও মানুষের অবাধ চলাচল দেখা গেছে। তারপরেও অব্যাহত ছিল প্রশাসনের অভিযান। এদিন নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় রোয়াজারহাট বাজারে ৯টি মামলার বিপরীতে ১৭শ টাকা জরিমানা করা হয়। ঘুরিয়ে দেওয়া হয় রাস্তায় চলাচলরত অসংখ্য গাড়ি। এসিল্যান্ড রাজীব চৌধুরী বলেন, প্রশাসন লকডাউন কার্যকরে কাজ করছে। বিভিন্ন সড়ক, বাজার ও অলিগলিতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ে পিতা পুত্রের মাদক ব্যবসা খদ্দেরসহ গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধকবে তুলে নেওয়া হবে বিধিনিষেধ, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী