৮৯ রিভাইভ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

৮৯ রিভাইভ আয়োজিত পাইওনিয়র ইন্স্যুরেন্স ৬ষ্ঠ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার আমিরবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাহাউদ্দীন জুয়েল, রনজন, সোহেল, সাহেদুল কবির চৌধুরী। অনুষ্ঠানে অতিথিদের পক্ষে বক্তব্য প্রদান করেন পাইওনিয়র ইন্স্যুরেন্স চট্টগ্রাম প্রতিনিধি আমান উল্লাহ, ইঞ্জিনিয়ার আবিদ ও আমিরবাগ সোসাইটির সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী। প্রতিযোগিতায় একক ইভেন্টে চ্যাম্পিয়ন লিংকন এবং রানার আপ আনিসুজ্জামান মানি। দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জহিরআদিল জুটি। রানার আপ হয়েছেন বাহাদুরলিংকন জুটি। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১৪ বছর পর শ্রীলঙ্কায় সিরিজ জিতল অস্ট্রেলিয়া