৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি

চার ফার্মেসিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১১ পূর্বাহ্ণ

কৃত্রিম সংকট সৃষ্টি করে নরমাল স্যালাইন বা আইভি স্যালাইন বিক্রি করার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারও উপস্থিত ছিলেন।

মো.ফয়েজ উল্যাহ জানান, চট্টগ্রাম মেডিকেলের সামনে অনেক ফার্মেসীতে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অনেক ফার্মেসিতেতে স্যালাইন নাই বললেও আমরা স্যালাইন পেয়েছি। তাই আমরা চারটি ফার্মেসীকে ১ লাখ ২০ হাজার জরিমানা করেছি। অভিযানের খবরে অনেক মালিক ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২ লাখ ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রলারে ১০ লাশ, ঘটনার রহস্য উদঘাটনের দাবি পুলিশের