৮৬ সেন্টিমিটার উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

৮৬ সেন্টিমিটার উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। গতকাল মঙ্গলবার মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতার কথা যৌথভাবে ঘোষণা করল নেপাল এবং চীন। এই দুই দেশের দাবি অনুযায়ী, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হল ৮,৮৪৮ মিটার ৮৬ সেন্টিমিটার। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা মতভেদ তৈরি হয়েছিল চীন এবং নেপালের মধ্যে। দুই দেশই নিজ নিজ ভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়া যে পরিমাপ করেছিল তাতে বলা হয়েছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা ৮,৮৪৮ মিটার। ২০১৫-র ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার ঘোষণা করে এভারেস্টের উচ্চতা বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, ২০১৫-য় নেপালে ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। যার জেরে উচ্চতারও পরিবর্তন হতে পারে এভারেস্টের।

পূর্ববর্তী নিবন্ধপার্লামেন্ট থেকে গণইস্তফার ইঙ্গিত মরিয়মের
পরবর্তী নিবন্ধভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে হু