সুস্থ মস্তিস্কের জন্য দৌঁড়ানো– এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। এতে অংশ নিয়েছেন দুইশতাধিক চিকিৎসক। গতকাল সকালে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নিউরোলজিস্টরা বলছেন, জীবনযাপনের পরিবর্তন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক বাড়ছে। স্ট্রোকের চিকিৎসা শতভাগ নিরাময়যোগ্য না হলেও নিয়মতান্ত্রিক চলাফেরা করে সুস্থ থাকা সম্ভব। দুই ধরনের স্ট্রোক রয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ হলো ইস্কেমিক স্ট্রোক (মস্তিষ্কে রক্ত জমাট বাঁধাজনিত) এবং ১৪ শতাংশ হলো হেমোরজিক স্ট্রোক (মস্তিস্কে রক্তক্ষরণ জনিত)।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হাঁটা কিংবা দৌঁড়ানো এবং নিয়মিত ব্যায়াম স্ট্রোক প্রতিরোধে ভূমিকা রাখে। আজকে নিউরোলজি বিভাগ যে মিনি ম্যারাথনের আয়োজন করেছে, সেটি নিসন্দেহে ভালো উদ্যোগ। এই চট্টগ্রাম মেডিকেলের মাঠে একটি ওয়াকওয়ে করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আমাদের দেখতে হবে মাঠ কোনো ছোট হয়ে যাচ্ছে কিনা। তারপরেও সেটি আমি করে দিবো। আরেকটি বিষয় বলতে হয়, চট্টগ্রামে এখন বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে নিউরোলজির। গত ২৫ বছরে স্ট্রোক পরবর্তী রিহ্যাবলিটেশনের প্রচুর রোগী আমি পেয়েছি। এই রোগ সমাজ এবং পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এজন্য এই রোগ হওয়ার আগে সচেতনতা খুব জরুরি। সভাপতির বক্তব্যে নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান বলেন, স্ট্রোক রোগী নিজে তো বোঝা হয় এবং উল্টো তার পরিবারকেও শেষ করে দেয়। তাই আমাদের চিন্তা ছিল স্ট্রোক প্রতিরোধে কিভাবে সচেতনতা বাড়ানো যায়। সেই চিন্তা থেকে আমরা মিনি ম্যারাথন ও র্যালির উদ্যোগ নিয়েছি। যাতে মানুষকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএমডিসি কাউন্সিলর ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চমেক সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখার হোসেন লিটন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, চমেক শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. কামরুল হক ও এনডিএফ মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ। নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. রিফাত কামাল ও ডা. মুবিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাহেদ, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ডা. গোলাম হাবীব, ডা. ঈসা চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিন। এছাড়া নিউরোলজি বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইনডোর মেডিকেল অফিসার, অনারারি মেডিকেল অফিসার, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোকের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে।












