৮০ হাজার শ্রমিক নেবে ইতালি

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। এক সপ্তাহের মধ্যে নিয়োগের গেজেট প্রকাশ করা হবে। দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। গেজেট প্রকাশিত হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। খবর বাংলানিউজের।
প্রসঙ্গত, ২০২০ সালে দুই দফায় শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছিল ইতালি। সেখানে ২ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছিল। সেসব আবেদনের কাজ আনুপাতিকহারে ২ শতাংশও শেষ করা হয়নি। এর মধ্যেই আবারও নতুন করে শ্রমিক নেয়ার ঘোষণা দিলো দেশটি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬২.১৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় নৌকা উল্টে মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মৃত্যু