৮০ প্রতিবন্ধী শিশুকে শিক্ষাসামগ্রী দিল যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন প্রতিবন্ধী শিশুকে বিতরণ করা হয় শিক্ষা বিষয়ক নানা সামগ্রী।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেন্টার ফর ডিজ্‌এ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) কারিগরি সহায়তায় ও লিলিয়ানফন্ডসের অর্থায়নে বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলায় পরিচালিত ‘এসইআইআই’ প্রকল্পের আওতায় পরিচালিত এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। তিনি যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার এ ধরনের মানব কল্যাণমূলক কাজের প্রশংসা করে কার্যক্রমের সাফল্য কামনা করেন।

শুরুতে প্রকল্প সম্পর্কে তথ্য উপাত্ত তুলে ধরেন ও সঞ্চালনা করেন জেএসইউএস এসইআইআই’র প্রকল্পের প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক। উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ ( ছেলে ৪৪, মেয়ে ৩৬) জন ২৩জন শারীরিক প্রতিবন্ধী, ২৫জন সেরিব্রাল পলসি, ১৭জন মাঝারী মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী, ১৫জন মাঝারী মাত্রার শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফরহাদ বিন মাহামুদ, শিক্ষা অফিসার জনাব মির্জা মিজানুর আলম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার আম্বিয়া খাতুন, ইকরাম আলী, প্রভাস চন্দ্র রায়, রুপসী রানী ভট্টাচার্য এবং কমিউননিটি ইন্টার্ন মোতমাইনাতুল জান্নাত, মরজান আক্তার, সাদিয়া সুলতানা, গিন্নি আক্তার, মর্জিনা আক্তার, হাসনাতুল মমি, প্রভা চক্রবর্তী, পারভীন আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুন নুরাইন হেফজখানায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায়ও ঠিক হয়নি বেইলি ব্রিজ, ভোগান্তি