৮০ দোকানের বর্ধিতাংশ ভাঙল চসিক

সিরাজউদ্দৌলা রোড

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

নগরের সিরাজউদ্দৌলা রোড ও আন্দরকিল্লা মোড়ে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে ৮০টি দোকানের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এছাড়া মাছুয়াঝর্ণা এলাকায় নালার উপর গড়ে তোলা একটি দোকান সম্পূর্ণভাবে ভেঙে দেয়া হয়। গতকাল পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমও এ সময় উপস্থিত ছিলেন।
চসিক সূত্রে জানা গেছে, অবৈধভাবে দোকানের বর্ধিত অংশ নির্মাণ করা হয় রাস্তা ও ফুটপাতে। এতে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটছিল। বাড়ে দুর্ঘটনার ঝুঁকিও। তাছাড়া অনেকগুলো দোকানের শেড বৃদ্ধি করা হয় ফুটপাতের উপর। শেডের নিচে ফুটপাতও সম্পূর্ণ দখলে নেয় দোকানদার। তাই শেডগুলো উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয় অভিযানে।
এদিকে দীর্ঘদিন ধরে আন্দরকিল্লা মোড়ে শাহী জামে মসজিদের সিঁড়ির গোড়ায় বেশ কয়েকজন ভাসমান ব্যবসায়ী দখলে নিয়ে রাখে। সেখানে সিঁড়ির নিচের অংশে ব্যবসা করছিল তারা। যা মুসল্লীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। অভিযানে ভাসমান দোকানগুলোও উচ্ছেদ করা হয়। এছাড়া সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া স্থাপিত ব্যবসা-প্রতিষ্ঠানের সাইনবোর্ডও উচ্ছেদ করা হয় অভিযানে।
বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেয়া সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে নগরের ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল সুগম করার নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত ২০ দিন ধরে প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন অংশে অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় সিরাজদ্দৌলা রোডে অভিযান হয়েছে। আগামী দুই মাসের মধ্যে শহরে সকল ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করে রাস্তা ও ফুটপাত জনগণের চলাচলের জন্য সম্পূর্ণভাবে উপযোগী করে তোলা হবে। যে সকল ফুটপাতে হাঁটা-চলার বাইরে অতিরিক্ত জায়গা থাকবে সেখানে গাছের চারা লাগিয়ে ও ফুলের টব বসিয়ে সৌন্দর্যবর্ধন করা হবে। ইতোমধ্যে বায়েজিদ এলাকায় বড় ফুটপাতে উচ্ছেদকৃত জায়গায় গাছের চারা লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে ভেসে আসা মরা ডলফিন ও তিমি নিয়ে প্রদর্শনী কেন্দ্র
পরবর্তী নিবন্ধতিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার