৮শ কেজি জাটকা ইলিশ জব্দ

নতুন ব্রিজ এলাকায় অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৮০০ কেটি ওজনের জাটকাগুলো দুটি ট্রাকে ভর্তি ছিল। পরে মাছগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদায় সাড়ে ৮ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ