৮ম কিউখাই কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটারের সাফল্য

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই এসোসিয়েশন আয়োজিত ৮ম সোতোকান কারাতে প্রতিযোগিতা গত ১২ আগস্ট মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে।

চট্টগ্রাম হতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল এর ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৪ টি স্বর্ন, ২টি রৌপ্য ও ২ টি তাম্র পদক অর্জন করে। পদক বিজয়ীরা হলেন স্বর্নপদক : লুবাইনা মুনতাহা মাতিশা (১০১১ বছর) কাতায় স্বর্ন ও কুমিতে স্বর্ন পেয়েছে সিনিয়র মহিলা ৫০ কেজিতে অন্বেষা সুশীল (স্বর্ণপদক)। সিনিয়র পুরুষ ৬০ কেজিতে ওজন শ্রেনীতে সামিউল হোসেন আয়াত (স্বর্ণপদক)। রৌপ্য পদক : মুবাশ্বিরা আহমেদ (১০১১বছর) কাতায়রৌপ্যপদক। ছেলে জুনিয়র ৬১ কেজিতে ইনতিশার আদিব (রৌপ্য পদক) তাম্র পদক : ছেলে জুনিয়র ৬৮ কেজি ক্যাটাগরিতে সৈয়দ ইরতিজা উল হুদা (তাম্র পদক), সিনিয়র ৬০ ক্যাটাগরিতে আবদুল্লাহ আল আবির (তাম্র পদক)। উক্ত দলের কোচ ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের চিফ কোচ শিহান এ বি রনি, টিম ম্যানেজার ছিলেন সেনপাই রোকন উদ্দিন ও বিধান দাশ।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কমিটি গঠিত