৮নং শুলকবহর ওয়ার্ডের আদর্শ পাড়ায় বাণী অর্চণা অনুষ্ঠান

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

আর্দশ পাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী বাণী আর্চ্চনা পূজা উপলক্ষ্যে আলোচনা সভা, শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। আর্দশ পাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবরাজ দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, রাজনীতিক ফরিদ মাহমুদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিটি ফর ইউনিভার্সল হিউম্যান রাইটস অফ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এইচ এম হোসাইনুরজ্জামান। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি ডা. সুধীর চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন মন্দির কমিটির সদস্য সচিব আজিত দাশ। অনুষ্ঠান সঞ্চলনা করেন পূজা কমিটির সাধারণ সম্পাদক স্টালিন দে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি চৌধুরী, পূজা কমিটির অর্থ সম্পাদক সুমন দাশ, পংকজ দাশ, সেন্টু কুমার দাশ, রাজীব দাশ, পলাশ দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার পর ৫০০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া এলাকার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসলিল কান্তি সরকারের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখার এটিএম বুথ উদ্বোধন