৮টি তিন তলা ভবনসহ ৩০ দোকান উচ্ছেদ

নিমতলা এলাকায় রাস্তার জায়গা দখল করে নির্মিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর নিমতলা এলাকায় বড় ধরণের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিডিএ। কোনো ধরণের নিয়ম কানুন না মেনে রাস্তার পাশে জায়গা দখল করে নির্মিত ৩০টি দোকান, ৮টি তিন তলা ভবন এবং দুইটি সেমিপাকা ঘর গতকাল উচ্ছেদ করা হয়। পোর্ট কানেক্টিং রোডের নিমতলা গফুর সওদাগর মসজিদ এলাকায় দিনে দিনে এসব অবকাঠামো গড়ে তোলা হয়েছিল।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। এ সময় সিডিএর প্রকল্পের সহকারী প্রকৌশলী মোরশেদুল ইসলাম চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সুমন চৌধুরী, ইকবাল হোসেন, মূল্যায়ন কর্মকতা আলমগীর খান, সার্ভেয়ার চৌধুরী মোহাম্মদ কাইছার, তোফাজ্জল হোসেন, ইমারত পরিদর্শক এস এম মিজান, গৌরাঙ্গ পাল, পেশকার ফয়েজ আহমেদ, অফিস সহকারী লিটন চন্দ্র দাস, অফিস সহকারী মিথু চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চেয়ারকোচ-মিনি বাস সংঘর্ষ, আহত ২২
পরবর্তী নিবন্ধআ.লীগের শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য হলেন সাকিফ আহমেদ সালাম