৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. আহসান হাবীব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল নগরের নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে রংপুর জেলার কাউনিয়া থানার টেপা মধুপুর মুন্সিপাড়ার আবদুল হালিমের ছেলে। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আহসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)সারণি ১০(গ) ধারায় দায়ের হওয়া মামলায় (নং–২২) আদালতে সোপর্দ করা হয়েছে।