৭ সাক্ষীকে প্রদীপের আইনজীবীর জেরা

অবৈধ সম্পদ অর্জন মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৩৯ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ৭ জন সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এরা হলেন, ওয়াদিুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান, মো. মোর্শেদ আলম, হাসিনা আকতার, শিবলী শর্মা ও আরিফুল ইসলাম। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তাদের এ জেরা করা হয়।
দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় এ পর্যন্ত ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে চারজনকে আগেই জেরা করা হয়েছে। আজকে বাকী ৭ জনকে জেরা করা হয়। আগামী ২৩ এপ্রিল পরবর্তী তারিখ রয়েছে। সেদিন অবশিষ্টদের মধ্য থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।
এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করা হয়। তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়। যেখানে ২৯ জনকে সাক্ষী রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধমালাই ফুডকে চার লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমায়ের সঙ্গে অভিমান পটিয়ায় গভীর রাতে তরুণীর আত্মহত্যা