৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যা পারেননি আর কেউ তেমন এক কীর্তি গড়লেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার ৪ ওভারে স্রেফ ৭ রানে ৮ উইকেট শিকার করেন ভুটানের সোনাম। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টিটোয়েন্টি ক্রিকেটে এই প্রথম ম্যাচে ৮ উইকেট নিতে পারলেন কেউ। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এর আগে ম্যাচে ৭ উইকেট ছিল দুই জনের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস। চলতি মাসের শুরুর দিকে ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেন বাহরাইনের পেসার আলি দাউদ। এই তিন জন ছাড়া বিশ ওভারের ক্রিকেটে ম্যাচে ৭ উইকেট আছে আরও দুই জনের। ২০১৯ সালে ইংল্যান্ডের টিটোয়েন্টি ব্লাস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের অফ স্পিনার কলিন আকারম্যান। ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে রাজশাহীর হয়ে ১৮ রানে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ। ভুটানের গেলেফুতে ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা মিয়ানমারের ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে দুই উইকেট নেন সোনাম। এক বল পর আরেকটি শিকার ধরেন ২২ বছর বয়সী স্পিনার। এই ওভারে কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন তিনি। টানা চার ওভারের স্পেলে দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে তিনি উইকেট পান একটি। তৃতীয় ওভারে আবার পরপর দুই বলে পান দুটি উইকেট। এই ওভারে দেন ১ রান। কোটার শেষ ওভারে তার তৃতীয় ও চতুর্থ বলে বিদায় নেন আরও দুই ব্যাটসম্যান। এই ওভারে আসে ৩ রান। ৯.২ ওভারে মিয়ানমারকে ৪৫ রানে গুটিয়ে ৮২ রানের বড় জয় পায় ভুটান। অনুমিতভাবে ম্যাচসেরার স্বীকৃতি পান সোনাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই ২০ উইকেটের পতন
পরবর্তী নিবন্ধশান্তর সেঞ্চুরিতে বিপিএলে শুভসূচনা রাজশাহীর