ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিন হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুই সর্বকালের মহানায়ক। ৭ মার্চ বঙ্গবন্ধু মৃত্যুকে আলিঙ্গন করেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্বের স্বাধীনতা আন্দোলনের অনন্য দলিল। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ড. শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, এমপি শামীমা হারুন লুবনা, এডভোকেট মির্জা কচির উদ্দিন, আব্দুল কাদের সুজন প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান, সরোয়ার হাসান জামিল, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রব্বানী, হারুন অর রশীদ, রূপক দেব অপু, অভি চৌধুরী প্রমুখ।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেন, প্রক্টর এস.এম. ওসমান গনি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি তৌফিকা আমরিন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি মোঃ রিজভী আনোয়ার ও ন্যাচারাল সায়েন্স বিভাগের সিনিয়র প্রভাষক আতাউস সামাদ রাজু।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়। রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমেল, শহিদুল ইসলাম পিন্টু, শাহাদাত হোসেন রুমেল, হাসপাতালে সিএমও রোজি দত্ত, সিনিয়র চিকিৎসক নাজ সোহানি সুলতানা, হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা আশরাফউল্লাহ সুজন, নার্সিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, নাসিং ইনস্টিটিউট ইন্সপেক্টর নিয়তি মহাজন, জেলা রেড ক্রিসেন্ট উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ।
সাবেক মেয়র মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কলেজ, স্কুল ও মাদ্রাসা সমূহের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস এবং ইতিহাসের প্রামান্য দলিল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। আলোচনায় আরো অংশ নেন সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফজুর রহমান চৌধুরী প্রফেসর আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনিন রব, বিকাশ কুমার মজুমদার, অসীম চক্রবর্তী, প্রধান শিক্ষক মৌসুমী দাসসহ অন্যরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চবক চেয়ারম্যানসহ বোর্ড সদস্যগণ ও বিভাগীয় প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। আলোচনা সভায় চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আলোচনা সভা শেষে চবক চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দেশ প্রেমের উপর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সিভাসু : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: কামাল। ঐতিহাসিক ৭ মার্চ–এর কর্মসূচিতে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আক্তার, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বীর মুক্তিযোদ্ধা এম.এ. হান্নান হলে প্রভোস্ট ড. তোফাজ্জল মো: রাকিব, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট দিলশাদ ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এসকেএম আজিজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চ শিক্ষা ও গবেষণা) প্রফেসর ড. উমর ফারুক মিয়াজীসহ বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিআইইউ : চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি নগরের জামাল খান ক্যাম্পাসের কনফারেন্স রুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউর অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার পরিচালক কুমার দোয়েল দে।
ফতেয়াবাদ মহাকালী বালিকা বিদ্যালয় : ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কান্তি দের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমর রায় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারি নাথ। বক্তব্য রাখেন লায়ন রিমন কান্তি মুহুরী, জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সমর রায় নাথ, লিটন শীল, স্বাতী শীল, সাকী দেব, রুজি দাশ মিলকু নাথ, লিজা চৌধুরী, জয়শ্রী কুন্ড প্রমুখ।
তফছির আহমদ স্মৃতি সংসদ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সহ–সভাপতি এম রাশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তুহিনের সঞ্চালনায় ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ–সভাপতি ও বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মাসুদ রানা, দেলোয়ার হোসেন বাচা, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
বিজয় ’৭১ : বিজয় ’৭১ ও বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নগরীর ডিসি হিলে দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষুধ প্রদান করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে নারী–পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। রোগীদের নানা পরামর্শসহ ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুর রহমান খোকন, মোসলেম উদ্দীন, চিকিৎসাসেবা প্রদান করেন ডা. এস কে পাল সুজন, ডা. অপূর্ব ধর, শ্যামল দাশ, ডা. এস এম কামরুজ্জামান প্রমুখ।